Chairman
অত্যান্ত আনন্দের সাথে সৃষ্টি কর্তাকে স্মরণ করে জানাচ্ছি যে শতবর্ষের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সময় উপোযগী সিদ্ধান্তের আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর পৃথিবীর সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠান পরিচালনার লক্ষ্যে বিদ্যালয়ে ডায়নামিক ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক তথ্য এক নজরে দেখা যাবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলে নিজের অবস্থান থেকে সকল প্রকার নোটিশ ও ফলাফল সহ গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য বাসায় বসে জানতে পারবে। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানের ও অফিসের দ্রুত যে কোন সেবা ও তথ্য প্রদান আমাদের অন্যতম মূল লক্ষ্য। আধুনিকতার এই যুগে বিদ্যালয়ের এই অগ্রগতিতে যারা সহযোগিতা করেছেন, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সকল শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।